চুয়াডাঙ্গা বুধবার , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

  • ১১:৫১ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 39 Views

আবার আসিব ফিরে

জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে – ধানসিঁড়িটির তীরে -এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে
হয়তো ভোরের কাক হয়ে- এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন- আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে – কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি – বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা- বাংলার – এ সবুজ, করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে- সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা – ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক – উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে – হয়তো কিশোর এক – সাদা ছেঁড়া-পালে ডিঙ্গা বায়;
রাঙ্গা মেঘ সাঁতরায়ে – অন্ধকারে – আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক;
আমারেই পাবে তুমি – ইহাদের ভীড়ে।

:

[democracy id="2"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
'র এরকম আরো ইনফো