চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খাবার নিয়ে লুকোচুরি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খাবার নিয়ে লুকোচুরি। আজ শুধু নাস্তার অবস্থা জেনে নেওয়া যাক।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন স্বাক্ষরিত খাদ্য তালিকা অনুযায়ী নাস্তার মেনুতে যা আছে তা আপনারা সচিত্র(ছবিতে) দেখবেন। আজ দেখুন বাস্তবে।
সপ্তাহের কোন কোন দিন পাুউরুটি(২০০ গ্রাম), কলা (৫”) ১টি ও সাথে ১টি করে মুরগীর ডিম (লাল) দেওয়ার কথা।
আবার কোন কোন দিন চিড়া(২০০ গ্রাম),চিনি(১০৩.৮৫ গ্রাম), কলা (৫”) ২টি ও ২টি মুরগীর ডিম (লাল) দেওয়ার কথা।
অথচ আজ ০৫/০৮/২১ ইং তারিখে সকালের নাস্তা হিসেবে রোগীদের যা দেওয়া হয়েছে তা একটু লিখে জানায়।
চিড়া (১১০গ্রাম),চিনি (৫২ গ্রাম), সাড়ে ৩” আধাঁ পচাঁ ১টি কলা।! ⚠️⚠️কিন্ত কোন ডিম দেওয়া হয় নি। এ ঘটনা শুধু আজকে নয়, সপ্তাহের দু-তিন দিন এভাবে ডিম হারিয়ে যায় বলে অনেক রোগী ও রোগীর নিকট জনেরা নিশ্চিত করেন।
তবে কারিশমার সাথে নাকি হাসপাতালের খাবার সরবরাহকারী ঠিকাদার ও সকাল-দুপুরে খাবার বিতরণকারী ওহিদুল ইসলাম ও জড়িত। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রাঁধুনী বেলী খাতুন জানান, আমাকে যা দেওয়া হয় তা রান্না করি।