চুয়াডাঙ্গা শনিবার , ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী

করোনা ভাইরাসের প্রতিরোধক ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি এ টিকা নেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আজ বিকালে পিজি হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রুহুল কবির রিজভী।

এর আগে গত ২৬ জুলাই আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ নেন রুহুল কবির রিজভী।

গত মার্চে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন বিএনপির এ সিনিয়র নেতা। তিনি বলেছিলেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন- আপনি টিকা নেবেন কিনা? আমি বলেছি— ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না।

এরপর গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি নেতা রিজভী আহমেদ। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফেরেন।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
আন্তর্জাতিক'র এরকম আরো ইনফো