চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

  • প্রবাস
  • ১:৩৯ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০২১
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 385 Views

মালয়েশিয়াতে প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি আটক !

মালয়েশিয়ার নেগারি সেম্বিলিয়ান রাজ্যের নিলায় এলাকার একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ ৫৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার ঐ অঞ্চলের একটি সিরামিক কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানানো হয়েছে।

নেগারি সেম্বিলিয়ান রাজ্যের অভিবাসন কর্মকর্তা কেনিথ তাই আই কিয়াং বলেন, কারখানায় কর্মরত ২৪১ বাংলাদেশি ও নেপালি শ্রমিকদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪৮ বাংলাদেশি ও সাত জন নেপালি রয়েছে। তাদের বৈধভাবে মালয়েশিয়ায় আসার কাগজপত্র নেই। আবার অনেকেই মেয়াদউত্তীর্ণ কাগজপত্র বহন করছেন। এমনকি তারা রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধতার জন্য আবেদনও করেননি।

এসব অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেন এ কর্মকর্তা। এসময় তিনি অবৈধদের বিষয়ে তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
প্রবাস'র এরকম আরো ইনফো