
এক ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি নিজের নিদারুণ যন্ত্রণার কথা শেয়ার করলেন এই বলিউড নায়িকা। স্টোরিতে একটা বইয়ের পাতা শেয়ার করেছেন শিল্পা। এই স্টোরির মাধ্যমে তিনি নেতিবাচক আর বিষণ্ন সময়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এই ইনস্টা স্টোরির মাধ্যমে শিল্পা বলেছেন, ‘জীবনের ক্ষেত্রে আমরা “পজ” বোতাম দাবাতে পারি না। জীবনের প্রতিটা দিনই খুব গুরুত্বপূর্ণ, হোক তা ভালো বা খারাপ সময়। আমাদের জীবনে যখন খুব সংকটময় এবং কঠিন সময় আসে, তখন কি আমরা সত্যি সত্যি এই সময়টাকে মুছে দিতে পারি?

যা কিছু ঘটুক না কেন, জীবনের ঘড়ি নিজের মতো করে চলতে থাকে। একমাত্র জিনিস যা আমাদের সঙ্গে থাকে তা হলো সময়। আর তাই ওই সময়কে চিরতরে জীবন থেকে মুছে ফেলার বদলে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা জরুরি। আমার মন যতই সময়কে মুছে দেওয়ার কথা বলুক না কেন, আমি কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে বাঁচতে চাই।’ এই পোস্টের মাধ্যমে শিল্পা বলেছেন, ‘যতটা সম্ভব প্রতিটা মুহূর্ত আমি প্রাণ ভরে বাঁচার চেষ্টা করব।’