চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

  • বিনোদন
  • ১০:৩৭ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২১
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 315 Views

শত সংকটের মাঝেও প্রাণ ভরে বাঁচতে চান শিল্পা

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

এক ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি নিজের নিদারুণ যন্ত্রণার কথা শেয়ার করলেন এই বলিউড নায়িকা। স্টোরিতে একটা বইয়ের পাতা শেয়ার করেছেন শিল্পা। এই স্টোরির মাধ্যমে তিনি নেতিবাচক আর বিষণ্ন সময়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এই ইনস্টা স্টোরির মাধ্যমে শিল্পা বলেছেন, ‘জীবনের ক্ষেত্রে আমরা “পজ” বোতাম দাবাতে পারি না। জীবনের প্রতিটা দিনই খুব গুরুত্বপূর্ণ, হোক তা ভালো বা খারাপ সময়। আমাদের জীবনে যখন খুব সংকটময় এবং কঠিন সময় আসে, তখন কি আমরা সত্যি সত্যি এই সময়টাকে মুছে দিতে পারি?

শিল্পা শেঠি

শিল্পা শেঠি 
ইনস্টাগ্রাম

যা কিছু ঘটুক না কেন, জীবনের ঘড়ি নিজের মতো করে চলতে থাকে। একমাত্র জিনিস যা আমাদের সঙ্গে থাকে তা হলো সময়। আর তাই ওই সময়কে চিরতরে জীবন থেকে মুছে ফেলার বদলে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা জরুরি। আমার মন যতই সময়কে মুছে দেওয়ার কথা বলুক না কেন, আমি কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে বাঁচতে চাই।’ এই পোস্টের মাধ্যমে শিল্পা বলেছেন, ‘যতটা সম্ভব প্রতিটা মুহূর্ত আমি প্রাণ ভরে বাঁচার চেষ্টা করব।’

আপনার মতামত লিখুন:

:

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
বিনোদন'র এরকম আরো ইনফো