চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ! দুজনের আহত!

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের হতাহতের ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলোকদিয়া তেলপাম্পের নিকট এদূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মাঠপাড়ার খাইরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২১) এবং একই এলাকার বকুলের ছেলে তানজিল (১৮)।
আহতরা জানায়, গতকাল বিকেলে চুয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষে দুজন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। এ সময় আলোকদিয়া তেলপাম্পের নিকট পৌছালে সামনে থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা দুজন রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারানা আনোয়ার বলেন, আহত দুজনের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে আরিফুলকে ভর্তি করা হয়েছে এবং তানজিলকে বাড়িতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো