চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবননগরে প্রথম ডেঙ্গু রোগী সনাক্ত,সাধারণ মানুষ আতঙ্কিত

জীবননগর অফিসঃচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এরা হলেন উপজেলার উথলী  গ্রামের লালনের ছেলে সাব্বির  (০৮) এবং ঢাকা থেকে আসা উথলী গ্রামের পশ্চিম পাড়ার মোঃ বাশারের ছেলে লাজুক  হোসেন (২৬)।  দুজন এর মধ্যে লাজুক ঢাকাতে আছেন এবং সাব্বির জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, জীবননগরে প্রথমবার ডেঙ্গু রোগী সনাক্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর মানুষের মাঝে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, গত শুক্রবার (৩সেপ্টম্বর) সাব্বির হোসেন এবং গত ১৫দিন লাজুক হোসেনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এরা দুজন জ্বর, মাথাব্যাথা এবং ক্ষুধামন্দা নিয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করা হলে তাদের ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছিল এর মধ্যে সাব্বিরের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যারাসিটামল এবং এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োগে ৯০ ভাগ রোগীই সুস্থ হয়ে ওঠেন।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো