চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় শ্রীমন্ত টাউন হল রক্ষার্থে সাংস্কৃতিক মঞ্চের মানববন্ধন!

শতবছরের ঐতিহ্য , মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত স্থাপনা ও বাংলাদেশের প্রথম রাজধানী চুয়াডাঙ্গার পরিচয় বহনকারী শ্রীমন্ত টাউন হল ধ্বংসের হাত থেকে রক্ষার্থে গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে  মানববন্ধনের আয়োজন করে চুয়াডাঙ্গা সাংস্কৃতিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে শত বছরের পুরাকীর্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা রক্ষার্থে সবাই জোরালো দাবী করেন।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক  আব্দুস সালাম সৈকত বলেন “৭১ এর মুক্তিযুদ্ধের সূতিকাগার এই চুয়াডাঙ্গার স্মৃতিবিজড়িত শ্রীমন্ত টাউন হলে এলাকার সূর্যসন্তানেরা মুক্তিযুদ্ধের কর্মপরিকল্পনা করেন। অথচ আজ সেই মুক্তিযুদ্ধের নিদর্শন ভেঙ্গে উন্নয়নের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানানো হচ্ছে যা মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধিতা করার সামিল”।
এছাড়া আরো বক্তব্য রাখেন সংলাপ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহসান খান, উদীচী শিল্পগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক শাওন কুমার রয়, আসাফো চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব শাহীন-উল কাদির তার বক্তৃতায় বলেন ” মুক্তিযুদ্ধে অস্ত্রহাতে যদ্ধ করা চুয়াডাঙ্গার শ্রেষ্ঠসন্তান সোলায়মান হক জোয়ার্দার সেলুন এমপি’র প্রতি অনুরোধ যেন মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ এই টাউন হল সংরক্ষণ করেন” , আঞ্চলিক ভাষা পরিষদ গ্রুপের এডমিন দেলোয়ার হোসাইন বাপ্পী। এবং মানববন্ধন সভার সঞ্চালনায় ছিলেন অরিন্দম চুয়াডাঙ্গার সহ-সাধারণ সম্পাদক হিরন-উর রশিদ শান্ত।
আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো