সুষ্ঠভাবে সম্পূর্ণ হলো দৌলাতদিয়ার দক্ষিণ পাড়া বারোয়ারী দূর্গা মন্দিরে শারদীয় দূর্গা পূজা

_
সিঁদুর খেলা এবং প্রতিমা বিসর্জন এর মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দূর্গা পূজা।করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান সীমিত করে চুয়াডাঙ্গা শহরের নিকটবর্তী দৌলাতদিয়ার দক্ষিণ পাড়া বারোয়ারী দূর্গা মন্দিরে অনুষ্ঠিত হয়,শারদীয় দূর্গা পূজা।পূজার এই ৫ দিনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়,পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় প্রশাসন।
আজ পূজার শেষ দিন পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের শোভাযাত্রা থেকে বিরত থাকার ঘোষণা দেন দৌলাতদিয়ার দক্ষিণ পাড়া বারোয়ারী দূর্গা পূজা উদযাপন কমিটি।দুপুর ৩ টার সময় মন্দির থেকে প্রতিমা বের করে আনা হয় বিসর্জন এর উদ্দেশ্য।এবং সন্ধ্যের আগেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়া বারোয়ারী দূর্গা পূজা উদযাপন কমিটির সদস্য অন্জ্ঞন সাহা আবির জানান,সুষ্ঠভাবে পূজা সম্পূর্ণ করতে পেরে আমরা আনন্দিত,জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।