পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের এর পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলায় ইফতারির আয়োজন

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতে “সংযোগ মেহমানখানা”প্রজেক্ট এর আওতায় খাদিমুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং,ফার্মপাড়া,চুয়াডাঙ্গাতে ইফতারির আয়োজন করে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ,চুয়াডাঙ্গা জেলা শাখা।এ সময় উপস্থিত ছিলেন সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আল রোমাজ রাজন,কোষাধ্যক্ষ-মুনতাসির তানজিল,প্রোজেক্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি-তাবির এবং শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সেক্রেটারি অন্জ্ঞন সাহা আবির।
এ আয়োজনের পাশাপাশি স্থানীয় এতিমখানা এবং দরিদ্র মানুষের মাঝে সেহরী এবং ইফতার বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান আয়োজকরা।
চুয়াডাঙ্গা রাজবাড়ী,ফরিদপুর,এবং ঢাকা সহ বিভিন্ন জেলায় সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের” সংযোগ মেহমানখানা”প্রজেক্ট চলছে।