সংযোগ ভলান্টিয়ার্স,বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে ইফতার বিতরণ

রমজান মাস উপলক্ষে ইফতার এবং সেহরী বিতরণ কার্যক্রম শুরু করেছে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন।তারই ধারাবাহিকতায় আজ চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়ন এর তিতুদহ হাফিজিয়া মাদ্রাসাতে ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংযোগ ভলান্টিয়ার্স কমিটির পক্ষে উপস্থিত ছিলেন,সভাপতি আল রোমাজ রাজন, সহ-সেক্রেটারী-শোয়েব আক্তার সোহাগ,কোষাধ্যক্ষ মুনতাসির তানজিল,প্রোজেক্ট বিষয়ক সম্পাদক তাবির এবং শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অন্জ্ঞন সাহা আবির।
চুয়াডাঙ্গা তিতুদহ হাফিজিয়া মাদ্রাসাতে ইফতার বিতরণ করলো সংযোগ ভলান্টিয়ার্স,বাংলাদেচুয়াডাঙ্গা তিতুদহ হাফিজিয়া মাদ্রাসাতে ইফতার বিতরণ করলো সংযোগ ভলান্টিয়ার্স,বাংলাদেশ সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের রোজার মাসজুড়ে দেশব্যাপী চলমান রয়েছে,”সংযোগ মেহমানখানা”প্রজেক্ট।এ প্রজেক্টের আওতায় ইফতার এবং সেহরী বিতরণ করা হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে।ঢাকা,রাজবাড়ী,কুড়িগ্রাম,নেত্রকোনা,ফেনী,চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় এ প্রজেক্ট চলমান রয়েছে।আয়োজকরা জানান,রোজার মাস জুড়ে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং সুবিধাবন্চিত মানুষের মাঝে ইফতার এবং সেহরী পৌছে দিবেন.