মধ্যবিত্ত পরিবারের বাসায় ফ্রী খাদ্য সহোযোগীতা পৌছে দিচ্ছে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন
“মুখ ফোটেনা কিন্তু বুক ফেটে যায়” এরই নাম মধ্যবিত্ত পরিবার। আমাদের এবারের আয়োজন তাদের কে নিয়ে।করোনাতে কর্মহীন হয়ে পড়া কিংবা লোকসানে পড়া মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলাতে সংযোগ পৌছে দিচ্ছে “রমজান ফুড গিফট”।
- মধ্যবিত্ত পরিবারের বাসায় ফ্রী খাদ্য সহোযোগীতা পৌছে দিচ্ছে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনঅন্যান্য জেলার মত চুয়াডাঙ্গা জেলাতে মধ্যবিত্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ উপহার প্রদান কার্যক্রম শুরু হয়েছে।চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়ার গ্রামে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রোজেক্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি-শাহরিয়ার সিয়াম।আরো উপস্থিত ছিলেন,সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা টিমের সভাপতি আল রোমাজ রাজন, সহ-সেক্রেটারী-শোয়েব আক্তার সোহাগ,কোষাধ্যক্ষ মুনতাসির তানজিল,প্রোজেক্ট বিষয়ক সম্পাদক তাবির,শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অন্জ্ঞন সাহা আবির এবং কার্যকরী সদস্য সাকিব ও সজীব।
চুয়াডাঙ্গা তে ২০ টির অধিক পরিবারের মাঝে এই খাদ্য সহোযোগীতা পৌছে যাবে প্রথম ধাপে। এই ফুড প্যাকেজে থাকছে,২০ কেজি চাল ৩ লিটার তেল,২ কেজি ডাল, ৫ কেজি পেঁয়াজ সহ হলুদ,ঝাল এবং জিরে গুড়া।চুয়াডাঙ্গা, রাজবাড়ি, কুড়িগ্রাম, রাজশাহী, রংপুর, নোয়াখালী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলাতে এই ফুড গিফট কার্যক্রম চলছে।
আয়োজকরা জানান,সারা দেশে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে পৌছে যাবে”রমজান ফুড গিফট”