চুয়াডাঙ্গায় পুনাকের উদ্যোগে অসহায়দের শীতের কম্বল বিতরণ
চুয়াডাঙ্গা ইনফো ডটকম: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চুয়াডাঙ্গার ট্রেন স্টেশন ও বিভিন্ন যাত্রী ছাউনিতে তীব্র শীতে আশ্রয় নেওয়া অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হয়।
চুয়াডাঙ্গা পুনাক এর সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌসের তত্ত্বাবধানে সহ-সভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পুনাক সভানেত্রী চুয়াডাঙ্গা ইনফো ডটকম কে জানান, শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে পুনাকের এই ক্ষুদ্র প্রচেষ্টা হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক মানুষকে কিছুটা হলেও সুরক্ষা দিবে।