চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

  • করোনা
  • ১০:৫৩ অপরাহ্ণ | জুলাই ১, ২০২০
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 61 Views

একদিনে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ৩৭৭৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪১ জন। সেই সাথে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, দেশের ৬৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮৯৮টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৭ হাজার ৮৭৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।
এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ২৫৮ জনে। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে।
পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২১.১২ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।
নতুন মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী তিনজন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৮৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০৮ জন। সুস্থতার মোট হার ৪১.৬১ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
করোনা'র এরকম আরো ইনফো