চুয়াডাঙ্গা শনিবার , ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

  • Uncategorized
  • ১১:২৯ অপরাহ্ণ | জুলাই ৮, ২০২০
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 55 Views

১ আগস্ট ঈদ হবে ধরে নিয়ে বোনাস পাবেন সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক:

১ আগস্ট ঈদ হবে ধরে নিয়ে উৎসব ভাতা বা বোনাস পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এতে তাদের বোনাস কিছুটা বাড়বে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়কে এমনটাই মতামত জানিয়েছে। সিজিএ কার্যালয় গত ৫ জুলাই অর্থ বিভাগের কাছে এ বিষয়ে মতামত জানতে চেয়েছিল।

সিজিএ কার্যালয়ের চিঠির পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম অর্থসচিবকে এক আবেদনে জানান, যদি চাঁদ দেখার কারণে ঈদুল আজহার তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়, তার পরও মহামারি করোনার এই নাকাল অবস্থায় নতুন মূল বেতন অনুযায়ী বোনাস এই সময়ের প্রাণের দাবি।

অর্থ বিভাগের মতামতের পর সরকারি কর্মচারীদের বোনাস একটু বাড়বে। এক দিন আগে অর্থাৎ ৩১ জুলাই ঈদ হলে তাদের বোনাস একটু কম হতো। কারণ, জুলাইয়ে ঈদ হলে জুন মাসের মূল বেতনের ভিত্তিতে সবাই বোনাস পেতেন। আর আগস্টে ঈদ হবে ধরে নেওয়ায়, এখন বোনাস পাবেন জুলাইয়ের ভিত্তিতে। বিদ্যমান বেতন-কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাঁচ বছর ধরেই কার্যকর হয়ে আসছে।

 

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
'র এরকম আরো ইনফো