চুয়াডাঙ্গা শনিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

  • করোনা
  • ১১:৩৪ অপরাহ্ণ | জুলাই ৮, ২০২০
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 71 Views

করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। মঙ্গলবার নিজের আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করে তিনি জানান, সামান্য লক্ষণ থাকলেও তিনি সুস্থ আছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ খবর দিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়ে এবং ভাইরাসটির ঝুঁকিকে অবহেলা করে বেশ কয়েকবারই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের এ ডানপন্থী নেতা। আর এর জেরেই দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৬৫ হাজারের বেশি।

এদিকে করোনার বিস্তার নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকলেও এর ভ্যাকসিন উন্নয়নের দ্বারপ্রান্তে রয়েছে ব্রাজিল। বিশালাকারে পরীক্ষা এবং লাখ লাখ ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে দেশটির। করোনার দ্রুত বিস্তারের কারণে দেশটিতে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

বিশ্বে ইয়েলো ফেভারের ভ্যাকসিনের মূল উৎপাদক ব্রাজিল ভ্যাকসিন উৎপাদনে বিশেষায়িত জ্ঞানের জন্য সুপরিচিত। বিশ্বের শীর্ষ দুটি ভ্যাকসিন প্রকল্প ব্রাজিলে হাজার হাজার রোগীর ওপর তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে। চূড়ান্ত অনুমোদনের আগে এটাই সর্বশেষ ধাপ। এখন পর্যন্ত তিনটি ভ্যাকসিন প্রকল্প তৃতীয় ধাপে পৌঁছাতে সক্ষম হয়েছে।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
করোনা'র এরকম আরো ইনফো