চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

  • করোনা
  • ১১:৪০ অপরাহ্ণ | জুলাই ৮, ২০২০
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 95 Views

করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর মার্চ থেকে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের ৩৫ জন আইনজীবী মারা গেছেন। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান।

তবে সুপ্রিম কোর্টের কতজন আইনজীবী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবা মারা  গেছেন সে তথ্য জানানো হয়নি।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, ১২ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। তাদের অনেকেরই করোনা উপসর্গ ছিল। এ ছাড়া দেশব্যাপী অনেক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মুত্যুবরণ করেছেন। শতাধিক আইনজীবী অসুস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিসহ নিম্ন আদালতের অনেক বিচারক, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

সংবাদ সন্মেলনে জানানো হয়,  করোনায় নিম্ন আদালতের একজন বিচারকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের জন্য এগুলো গভীর উদ্বেগের বিষয়।

স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালু করতে এবং উচ্চ আদালতে ভার্চুয়াল শুনানিতে আগাম জামিনের ব্যবস্থাসহ সাতদফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট বারের পক্ষেপ্রধান বিচারপতিকে চিঠি পাঠান রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় অধস্তন আদালতের ৪৪ বিচারক ও ১৬৭ কর্মচারীসহ মোট ২১১ বিচারক ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছেন। ইতোমধ্যে ২০ জন বিচারক সুস্থ হয়েছেন।

একজন বিচারক হাসপাতালে এবং অন্য বিচারকরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধস্তন আদালতের দুজন কর্মচারী মারা গেছেন।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
করোনা'র এরকম আরো ইনফো