চুয়াডাঙ্গা শনিবার , ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৮তম বিসিএসের নন-ক্যাডার পদের আবেদন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৩৮তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে পিএসসি। এ আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত।

সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। সরকার কর্তৃক জারিকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নিকট শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে প্রথম শ্রেণি (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণি (গ্রেড-১০, ১১ ও ১২) নন-ক্যাডার পদে পিএসসি কর্তৃক সুপারিশ প্রদানের লক্ষ্যে উল্লিখিত ৬ হাজার ১৭৩ জন প্রার্থীর নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
প্রবাস'র এরকম আরো ইনফো