চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

  • করোনা
  • ১০:১৮ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২০
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 73 Views

করোনার ধাক্কায় প্রায় এক কোটি শিশু স্কুলে না ফেরার ঝুঁকিতে

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়ে প্রায় ৯৭ লাখ শিশু করোনাভাইরাস মহামারির কারণে হয়তো আর কখনোই স্কুলে ফিরে না আসার আশঙ্কা প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন ইউকে। বিবিসির খবর।

করোনা পরিস্থিতির ফলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটে পড়বে বিশ্বের বিভিন্ন দেশ। তার প্রভাব পড়বে শিশুদের ওপরেও।

এর ফলে অনেক শিশুকে হয়তো পড়াশোনা বাদ দিয়ে আগেই কাজে ঢুকে যেতে হবে।

যেসব দেশে ছেলেমেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি, তার মধ্যে আছে পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলো, ইয়েমেন এবং আফগানিস্তান।

স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, ছেলেদের তুলনায় মেয়েরাই এ ধরণের পরিস্থিতির শিকার হবে বেশি। বাল্যবিয়ের শিকার হতে হবে তাদের।

এর আগে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন আশঙ্কা প্রকাশ করে, করোনা মহামারির শিকার হয়ে আগামী দুই বছরে ৪০ লাখ মেয়ে বাল্যবিয়ের শিকার হবে।

করোনা প্রতিরোধে লকডাউন আরোপের ফলে স্কুলগুলো বন্ধ থাকায় এই ঝুঁকি আরও বেড়ে গেছে। লকডাউনের কারণে বাল্যবিয়ে রোধে কর্মসূচিগুলো পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে বলে ওয়ার্ল্ড ভিশন জানায়।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
করোনা'র এরকম আরো ইনফো