চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

  • বিনোদন
  • ১০:৫৫ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২০
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 105 Views

৫০ মণ ওজনের যুবরাজের দাম ৩০ লাখ

ঝিনাইদাহ প্রতিবেদক:

নাম যুবরাজ। ওজন প্রায় ৫০ মণ। গত ৪ বছর যাবৎ যুবরাজ নামের একটি গরু লালন-পালন করছেন ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মাদ শাহআলম মিয়া। ঈদুল আযহা উপলক্ষে লালন-পালন করা গরু নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি।

খামারে থাকা অন্তত ৫০ মণ ওজনের ষাঁড়টির দাম চেয়েছেন ৩০ লাখ টাকা। কিন্তু করোনার কারণে ক্রেতা না থাকায় গরু বিক্রি করা নিয়ে চিন্তিত সে। এক দিকে গোখাদ্যের চড়া দাম। অন্যদিকে করোনার কারণে পশু হাট বন্ধ ও ক্রেতা সংকট হওয়ায় কপালে চিন্তার ভাঁজ। এ অবস্থায় স্বাস্থ্য বিধি মেনে হাট চালু করা ও খামারিদের সরকারি প্রণোদনার ব্যবস্থা করার দাবি তার।

জানা যায়, মোহাম্মাদ শাহআলম মিয়ার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। ছাত্র জীবনে তিনি শিবচরেই কাটিয়েছেন। প্রায় ৮ বছর পূর্বে এক ছোট ভাইয়ের হাত ধরে ঝিনাইদহ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর অর্থ উপার্জনের জন্য তিনি সিঙ্গাপুরসহ ৪১টি দেশে গিয়েছেন। পরে ঝিনাইদহে ফিরে এসে বাড়ি ও বাড়ির সাথে একটি খামার করেন। খামারের নাম দিয়েছেন আব্দুল্লাহ এগ্রো এন্ড ডেইরি ফার্ম। ৭ বছর এই খামারেই তিনি গরু লালন-পালন করেন। বর্তমানে তিনি এই খামারেই সময় দেন। এগুলো লালন-পালন করে অর্থ উপার্জন করছেন।

ফার্ম মালিক শাহআলম মিয়া জানান, যুবরাজ নামে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি স্থানীয় বাজার থেকে ৬ মাস বয়সে ১ লাখ ৫৫ হাজার টাকায় কিনে আনা হয়। এখন তার বয়স ৪ বছর ৬ মাস। শুধু মাত্র এই ষাঁড়ের পেছনে প্রতিদিন খাবারের জন্য খরচ হয় প্রায় ২ হাজার টাকা। আমি প্রায় ৭ বছর যাবৎ খামার পরিচালনা করছি। যুবরাজের ওজন এখন ৫০ মণের উপরে। আমার গরুটির দাম চেয়েছি ৩০ লক্ষ টাকা। ইতিমধ্যে আমার গরুটির দাম ১৯ লক্ষ টাকা পর্যন্ত হয়েছে। গত বছর ঈদে এটির দাম ২১ লক্ষ ৪৫ হাজার টাকা হয়েছিল। এবার করোনা ভাইরাসের মধ্যে কী হয় জানি না, ভাগ্যে কী আছে! গরুটির পেছনে ১৭/১৮ লক্ষ টাকা খরচ হয়ে গেছে।

ওই গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান জানান, মোহাম্মাদ শাহআলম মিয়া গরুর সঙ্গে কথা বলেন। সে নাম ধরে ডাক দিলেই গরু বুঝতে পারে। মালিক যে নির্দেশ দেয় সেটাই যুবরাজ পালন করে।

তিনি বলেন, এই যুবরাজ তাদের গ্রামটি অনেক এলাকার মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন যুবরাজকে দেখতে।

ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, জানান, স্থানীয় সরকার বিভাগ পশুর হাট বন্ধ রেখেছে। তবে আগামী ২৩ অথবা ২৫ জুলাই থেকে ঈদের আগ পর্যন্ত একটানা গরুর হাট খোলা রাখা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জেলায় যুবরাজ নামের একটি ষাঁড় প্রাকৃতিক খাবার খেয়ে শ্রেষ্ঠ গরু হিসেবে পরিচিতি লাভ করেছে। ওই গরুটির ওজন আনুমানিক ৫০ মণ বলে ধারণা যাচ্ছে।

ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় ১২ হাজার ৬ শত ৫৬ টি খামার রয়েছে। তাতে প্রায় ৬১ হাজার ছোট বড়  গরু রয়েছে।

আপনার মতামত লিখুন:

:

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
বিনোদন'র এরকম আরো ইনফো