চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার এমপি মীর মোস্তাক আহমেদ রবি করোনায় আক্রান্ত

সাতক্ষিরা প্রতিবেদক:

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি করোনায় আক্রান্ত হয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, কিছুদিন আগে তিনি অসুস্থবোধ করলে করোনার নমুনা পরীক্ষার জন্য খুলনার পিসিআর ল্যাবে স্যাম্পল পাঠানো হয়। রবিবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

সোমবার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় রওয়ানা দিয়েছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এমপি রবি ও তার পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস থেকে মুক্তি, দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি ঢাকায় থাকায় তার বাড়ি ব্যাতিত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাকি ৫ জন করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
স্বাস্থ্য'র এরকম আরো ইনফো