চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

  • জাতীয়
  • ১১:১৪ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২০
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 81 Views

নওগাঁয় মধ্যপ্রাচ্যের ফল ‘সাম্মাম’

নওগাঁ প্রতিবেদক:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উৎপাদিত ‘সাম্মাম’ সৌদি জাতের নতুন মরুভূমির ফলটি এখন চাষ হচ্ছে নওগাঁর আত্রাইয়ে। উপজেলার মিরাপুর গ্রামের সফল কৃষক রেজাউল ইসলাম জেলায় প্রথমবারের মতো এটি উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন।

সৌদি থেকে বীজ সংগ্রহ করে দেড় বিঘা পতিত জমিতে সাম্মাম চাষ করে প্রায় এক টন ফল উৎপাদন করেছেন তিনি। রেজাউলের রসালো নতুন জাতের এই ফল উৎপাদনের খবরে প্রতিদিন তার ক্ষেত দেখতে আসছেন আশপাশের কৃষকরা। কেউ কেউ আগামীতে নতুন জাতের এই রসালো ফল উৎপাদনের জন্য পরামর্শও নিচ্ছেন রেজাউলের কাছ থেকে। সফল ও সৌখিন কৃষক রেজাউল ইসলাম জানান, সৌদি আরব থেকে বীজ সংগ্রহ করে উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর এলাকায় পতিত দেড় বিঘা জমিতে তরমুজ জাতীয় দুই ধরনের সাম্মাম বীজ বপন করেন তিনি। দেড় মাসের মধ্যেই ফল আসতে শুরু করে। তিন মাসের মধ্যেই পরিপক্ক হয় সাম্মাম ফল। এ ফলটি এলাকায় নতুন, খেতে খুবই মিষ্টি এবং রসালো হওয়ায় অনেকেই কিনছেন শখের বশে।

সাম্মাম ফলটি মূলত দুই জাতের। এক জাতের সাম্মামের বাহিরের অংশ সবুজ আর ভিতরে লাল এবং আরেক জাতের সাম্মামের বাহিরের অংশ হলুদ আর ভিতরের অংশ লাল। তবে দুটি ফলই খেতে মিষ্টি, সু-স্বাদু ও সুগন্ধযুক্ত।

তিনি আরো বলেন, ‘সাম্মাম’ ফলের তেমন একটা রোগবালাই নেই, গাছে খুব সামান্য সার ও কীটনাশক দিতে হয়। পতিত দেড় বিঘা জমিতে প্রথমবারের মতো সাম্মাম চাষ করে ব্যাপক ফলন পেয়েছি। প্রায় এক টন ফল উৎপাদন হয়েছে। একেকটি সাম্মাম ফল ২ থেকে আড়াই কেজি ওজন হয়। প্রতি কেজি সাম্মাম পাইকারি দেড়শ টাকা এবং খুচরা দুই থেকে আড়াইশ টাকায় বিক্রি করছি। তরমুজ জাতের এই ফল উৎপাদনে বীজ রোপন থেকে পরিচর্যা পর্যন্ত তেমন কোন ঝামেলা নেই। সময় মতো জৈব সার সাথে পরিচর্যা। এভাবে তিন মাস যেতে না যেতেই সাম্মাম পরিপক্ক ফলে রূপ নেয়। এ দেশে নতুন হওয়ায় এই ফলের বেশ চাহিদা রয়েছে। তার ধারণা নতুন জাতের এই ফল চাষ করলে সবাই লাভবান হবেন।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার হোসেন বলেন, রেজাউল ইসলাম একজন আদর্শ কৃষক। সে সব সময় নতুন নতুন ফসলে আগ্রহী। ‘সাম্মাম’ তরমুজের মতো অনেকটা শংকর জাতের ফল। এই গাছে পোকা-মাকড়ের আক্রমণ কম তাই ফলনও বেশ ভাল। খেতে সু-স্বাধু এই ফলের বেশ চাহিদা রয়েছে। এগুলো বিক্রি করে সে লাভবান হচ্ছে।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
জাতীয়'র এরকম আরো ইনফো