চুয়াডাঙ্গা শনিবার , ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আকর্ষণীয় মূল্য ছাড়ে স্যামসাং গ্যালাক্সি ডিভাইস

আকাশ খবর ডেস্ক:

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে, মানুষকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এ বিধি-নিষেধের কারণে মানুষের প্রযুক্তি নির্ভরতা বেড়ে গেছে, বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার। সদ্য সংবাদ থেকে বিনোদন প্রাপ্তি- সবকিছুই এখন মানুষ স্মার্টফোনের মাধ্যমে পাচ্ছে। অর্থাৎ, এ পরিস্থিতিতে স্মার্টফোনই মানুষকে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত রাখছে।

সাশ্রয়ী দামে ক্রেতাদের স্মার্টফোন ক্রয়ের সুবিধা দিতে স্যামসাং বাংলাদেশ নির্ধারিত গ্যালাক্সি ডিভাইসে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এ সিরিজের নির্ধারিত স্মার্টফোনগুলোতে এ ছাড় সুবিধা দিচ্ছে। নান্দনিক স্ক্রিন ও দুর্দান্ত পারফরম্যান্সের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সাশ্রয়ী দামের মধ্যে গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করেই নকশা করা হয়েছে। স্মার্টগুলো সবার জন্য-কারণ নান্দিকতাই সবার পছন্দ।

ক্রেতারা নির্বাচিত কিছু রিটেইল স্টোর অথবা গ্যালাক্সিশপবিডি.কম (galaxyshopbd.com) থেকে নিচের গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসগুলো কিনতে পারবেন। ক্রেতারা ৬০০ টাকা ছাড়ে ৬,৯৯০ টাকায় গ্যালাক্সি এ২ কোর, ৫০০ টাকা ছাড়ে ১৫,৪৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৩/৩২ জিবি), ৫০০ টাকা ছাড়ে ১৬,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৪/৬৪ জিবি), ১,০০০ টাকা ছাড়ে ১৮,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/৬৪ জিবি), ১,০০০ টাকা ছাড়ে ২০,৯৯৯ টাকায়  গ্যালাক্সি এ৩০এস (৪/১২৮ জিবি) এবং স্যামসাং এর জনপ্রিয় দুটি ডিভাইস – ২২,৯৯০ টাকায় (৪,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০ (৪/৬৪ জিবি) এবং ২৭,৫৯৯ টাকায় (১,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০এস (৬/১২৮ জিবি) কিনতে পারবেন।

এছাড়াও, ক্রেতারা ৩,০০০ টাকা ছাড় সুবিধায় স্যামসাং এর মিড রেঞ্জের গ্যালাক্সি এম৪০ ক্রেতারা কিনতে পারবেন ২১,৪৯০ টাকায়।

আপনার মতামত লিখুন:

:

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
তথ্য-প্রযুক্তি'র এরকম আরো ইনফো