ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেনে মন্দা
বিজনেস ডেস্ক:
টানা পঞ্চম দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। টানা দরপতনের পর সূচকের ঊর্ধ্বমুখীতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্থি ফিরতে শুরু করেছে।
এদিন ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই ও সিএসই’র বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনা দদেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬.০৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.০২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৯৫৩.৯৯ পয়েন্টে এবং ১৩৮১.৫৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩২৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ২১ কোটি টাকা কম। বৃহস্পতিবার (০৯ জুলাই) লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকার টাকা।
দিন শেষে ডিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির শেয়ার ও ইউনিট দর।
লেনদেন শেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শেয়ারের। কোম্পানিটির ১৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৩৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যালস, এমএল ডাইং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিক এবং গ্রামীণফোন।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইসিএক্স ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩২.১৫ পয়েন্টে। পাশাপাশি সার্বিক সূচক সিএএসপিআই ৬৭.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০৪.৬৭ পয়েন্টে।
এদিন সিএসইতে ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির শেয়ার ও ইউনিট দর।
দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৩৩ লাখ ৩৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।