আজ থেকে পরিবর্তন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোবাইল নম্বর

আজ থেকে পরিবর্তিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশসহ বাংলাদেশ পুলিশের সকল মোবাইল ফোন নম্বর। প্রশাসনিক প্রয়োজনে একই কোডে কর্পোরেট নম্বর নির্ধারন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সকল সরকারি মোবাইল নম্বর পরিবর্তিত হয়ে একই কোডের হবে। যার কাজ ইতোমধ্যে শুরু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ ১লা অক্টোবর থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী নতুন ফোন নম্বর ব্যবহার করবে।
তারই ধারাবাহিকতায় আজ থেকে পরিবর্তিত নতুন মোবাইল নম্বর ব্যবহার করছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। বর্তমানে ব্যবহৃত চুয়াডাঙ্গা জেলা পুলিশের সরকারি সকল মোবাইল নাম্বার আজ থেকে বন্ধ হয়ে গেছে। পরিবর্তিত নতুন মোবাইল নাম্বারগুলো জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখার ওসি, চুয়াডাঙ্গা সদর থানার ওসি, আলমডাঙ্গা থানার ওসি, দামুড়হুদা থানার ওসি, দর্শনা থানার ওসি, জীবননগর থানার ওসিসহ জেলার সকল পুলিশ সদস্যদের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর পরিবর্তিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলাবাসীকে আজ ১লা অক্টোবর থেকে পরিবর্তিত নতুন মোবাইল নাম্বারে যোগাযোগ করে পুলিশি সেবা গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।