চুয়াডাঙ্গা শনিবার , ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাজের সকল অনাচার বন্ধে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সমাজের সকল অবিচর অনাচার দুর করতে হলে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। একমাত্র সংস্কৃতিই পারে সব অসঙ্গতি দুর করতে। আর তাইতো বর্তমান সরকার তৃণমূল থেকে সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন।
সোমবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলার সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে একথা বলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মতবিনিময়কালে দেশে নারী নির্যাতনসহ ধর্ষনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। বলেন, সকল অপসংস্কৃতি থেকে বের হওয়ার একমাত্র মূলমন্ত্র সংস্কৃতি চর্চা। সংস্কৃতির চর্চা বিকশিত হলে মাদক নারী নির্যাতনসহ সব অনাচার অবিচার বন্ধ করা সম্ভব।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম ও বাংলাদেশ বেতারের শিল্পী তুহিন সুলতানা।
পরে উন্মক্ত আলোচনায় সাংস্কৃতিক সংগঠকদের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় চুয়াডাঙ্গার শিল্পকলা একাডেমির নিজস্ব জায়গা, নতুন ভবন, জাতীয় কবি নজরুলের স্মৃতি বিজরিত কার্পাসডাঙ্গায় একটি নজরুল কমপ্লেক্স ও নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
সারাদেশ'র এরকম আরো ইনফো