চুয়াডাঙ্গা শনিবার , ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫যুগ পর আপন ঠিকানায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের চুয়াডাঙ্গা জেলা শাখা পাচ্ছে আপন ঠিকানা। দীর্ঘ প্রায় ৬০ বছর ঠিকানাহীন ছিলো জেলা আওয়ামীলীগ। তবে এবার আপন ঠিকানা ঠাই হলো আওয়ামীলীগের। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের আদলে গড়ে উঠছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের কার্যালয়। চুয়াডাঙ্গা শহরের অন্যতম ব্যস্ত এলাকা পৌরসভা মোড় এলাকায় মাথা তুলে দাড়াচ্ছে ভবনটি।

 

বিস্তারিত পত্রিকার পাতায়….

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো