চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাগুন্দা গ্রামে এ ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয় পুলিশ।

নিহত সাহার বানু (৫৫) একই গ্রামের গঞ্জের আলীর স্ত্রী। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে শ্বাশুড়ি সাহার বানুর সাথে তার ছেলে জামাল হোসেনের স্ত্রী সীমা খাতুনের বাগবিতণ্ডা হয়। পরে শ্বাশুড়ি সাহারবানু রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই আসাদুল হক অভিযোগ করে বলেন, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বোনের সাথে প্রায়ই ঝগড়া করতো পুত্রবধূ সীমা। তাকে হত্যার হুমকিও দিয়েছিল সে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুত্রবধূ সীমা খাতুন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ময়না তদন্তের পর বেরিয়ে আসবে মৃত্যুর প্রকৃত রহস্য।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো