মাসব্যাপি কর্মসূচি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ
অনুষ্ঠিত চুয়াডাঙ্গা ইনফো ডট কমঃ ৫, ৮, ও ১৫ই আগষ্ট উপলক্ষে মাস ব্যাপি কর্মসূচি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে (নতুন ভবন) ৩য় তলায় সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জননেতা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসুদুজ্জামান লিটু, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সহ পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সাবেক যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।