সতেরোই মার্চের কবিতা
কবি: মিজানুর রহমান কল্লোল
আবৃত্তি: লক্ষী সরকার
এই দিনে, হ্যা এইদিনেই
এই মিছিলের মতো সুন্দর দিনে তোমার জন্ম হয়েছিল, পিতা।
তোমার জন্ম না হলে
আমরা দাড়ানোর মতো একটা ভুখন্ড পেতাম না
তোমার জন্ম না হলে এদেশের ঘাস এত সবুজ হতো না
তোমার জন্ম না হলে এদেশের বৃক্ষের ডালে ডালে মন-মাতানো সুরে
কোনকালেও কোন পাখি গান গাইতো না।
সাহসী পুরুষ, আমি তোমার কথাই বলছি
তোমার জন্ম না হলে আমরা বাংলা হরফে এত গুছিয়ে
গুছিয়ে কথা বলার অধিকার পেতাম না
বিজয়ী পুরুষ, আমি তোমার কথাই বলছি
তোমার জন্ম না হলে আমরা রাজপথে আমাদের পতাকা
উর্দ্ধে উড়াবার সাহস পেতাম না
কালজয়ী পুরুষ, আমি তোমার কথাই বলছি
তোমার জন্ম না হলে আমারা দৃঢ় বিশ্বাসে
শৃঙ্খল মুক্তির জন্য কবিতা লেখার শব্দ পেতাম না।
তোমার রৌদ্র বিচ্ছুরিত তর্জনির মতো
আমরাও সাহস ধারন করেছি
তোমার চেখের নিরন্তর মমতার মতো
আমরাও কঠিন সাহস বুকে পুষেছি
এ মিছিল তোমার হাসির মতো তরুণ এবং বিজয়ী হবে
এ মিছিল এগিয়ে যাবে তোমার রক্তক্ষরণের প্রতিবাদ জানাতে
এ মিছিল এগিয়ে যাবে পরগাছার মতো চেপে থাকা
শকুনের পাল বিনাশ করতে
এ মিছিল এগিয়ে যাবে তোমার সাহসী ছেলেদের হত্যার প্রতিশোধ নিতে
এই তোমার সংবিধানের পাতা ছুয়ে বলছি
এই তোমার বত্রিশ নম্বরের গা ছুয়ে বলছি
এই তোমার গুলিবদ্ধ ছবির সৌরভ ছুয়ে বলছি
সতেরোই মার্চের মতো প্রতিটা দিন সুন্দর হবে
সতেরোই মার্চের মতো প্রতিটা দিন উজ্জ্বল হবে
সতেরোই মার্চের মতো প্রতিটা দিন বিদ্রোহী হবে
প্রতিটা দিন………. প্রতিটা মুহুর্ত
হ্যা এই দিনে শপথ নিলাম
তোমার দেশের মাটিতে হাত রেখে বলছি
তোমার পদ্মা মেঘনা যমুনার জলে হাত রেখে বলছি
তোমার নৌকার মাস্তুলে হাত রেখে বলছি
তোমার দেশের মানুষের বিপ্লব সম্পন্ন হবেই
তোমার দ্বিতীয় বিপ্লব বিস্ফোরণের শব্দে
আমাদের দেশের মাটিতে আঁকড়ে বসা শকুনের দল নিশ্চিহ্ন হবেই
এই আমরা শপথ নিলাম
এই আমরা একত্রিত হলাম
এই আমরা এগিয়ে যাচ্ছি………