চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোভিড টেস্টে জালিয়াতি: রিজেন্টের ৭ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক:

করোনা টেস্ট না করে সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাতজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অপর একজন কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আহসান হাবীব, আহসান হাবীব হাসান, হাতিম আলী, রাকিবুল হাসান ওরফে সুমন, অমিত বনিক, আব্দুস সালাম, আব্দুর রশীদ খান ওরফে জুয়েল।

কামরুল ইসলাম নামে এক আসামি কিশোর হওয়ায় তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

করোনারভাইরাসের নমুনা পরীক্ষার নামে অনিয়ম-প্রতারণা করার দায়ে রিজেন্ট হাসপাতালের দুটি হাসপাতাল সিলগালা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার উত্তরাপশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় গত সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা থেকে আটক ৮ জনকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদসহ নয়জনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
করোনা'র এরকম আরো ইনফো