চুয়াডাঙ্গা শনিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনার শ্রেষ্ঠ অফিসার চুয়াডাঙ্গা সদর থানার মাহব্বুর রহমান

” খুলনা রেঞ্জের ১০ জেলার ৬৪ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)জনাব মোঃ মাহব্বুর রহমান কাজল “।

অদ্য ১৪.০২.২০২৩ খ্রিঃ তারিখ বেলা ১০ঃ৩০ ঘটিকায় খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মইনুল হক, বিপিএম ( বার) পিপিএম মহোদের সভাপতিত্বে জানুয়ারী /২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ,আইন শৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তি সহ চুয়াডাঙ্গা সদর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জনাব মোঃ মাহাব্বুর রহমান কাজল, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা কে মাননীয় ডিআইজি মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহব্বুর রহমান কাজল তার এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য চুয়াডাঙ্গা থানার সকল অফিসার ফোর্স সহ জেলার সকল পুলিশ সদস্য , চুয়াডাঙ্গা বাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো