চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

  • বিনোদন
  • ১০:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২২
  • নিজস্ব সংবাদদাতা
    চুয়াডাঙ্গা ইনফো ডটকম
  • 678 Views

খুব বড় করে বিয়ের অনুষ্ঠান হবে: রাজ

নায়িকা পরীমনি মা হচ্ছেন, এ খবর সোমবার দুপুর থেকেই আলোচনায়। আর সেই সঙ্গে আলোচনায় এসেছে পরীমনির বিয়ে করা না করা প্রসঙ্গ।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ।

বিয়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গত বছরের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন। বিষয়টি তারা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু বাবা হওয়ার খবর আর গোপন রাখতে পারেননি।

গোপন রাখার চেষ্টার কারণেই বিয়ের অনুষ্ঠান করা হয়নি। তবে তিনি বলেছেন, আমরা খুব বড় করে বিয়ের অনুষ্ঠান করবো, সবাইকেই দাওয়াত করবো।

রাজের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি আলোচিত হন। এর আগে তিনি বেশ কয়েকটি টেলিভিশন নাটক অভিনয় করেন। চলচ্চিত্রাঙ্গনে আসার আগে তিনি র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

আপনার মতামত লিখুন:

:

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
বিনোদন'র এরকম আরো ইনফো