চুয়াডাঙ্গা শনিবার , ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‌‌‌‌‌‌নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা পৌরসভা বানাবো: মেয়রপ্রার্থী টোটন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। মঙ্গলবার বেলা ১২টায় জেলা আওয়ামীলীগের নতুন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, বিগত দিনে চুয়াডাঙ্গা পৌরসভার দৃশ্যমান উন্নয়ন হয়েছে আমার হাত ধরেই। আমি কাজ প্রেমিক মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি থেকে উন্নয়ন করাই আমার নেশা। আগামী দিনে পৌরবাসী মেয়র হিসাবে নির্বাচিত করলে চুয়াডাঙ্গা পৌরসভাকে দেশসেরা ও আদর্শ পৌরসভা হিসাবে গড়ে তুলবো। এজন্য জেলার গণমাধ্যমকর্মিদের সহযোগিতা চান তিনি।

চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দীন হেলার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভায় গণমাধ্যমকর্মিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শাহার আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড মানিক আকবর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম, জেষ্ঠ্য সাংবাদিক জেড আলম ও রিচার্ড রহমান।

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গার উন্নয়নের স্বার্থে জেলার গণমাধ্যমকর্মিরা সব ভাল কাজের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মতবনিমিয় সভাটি সঞ্চলনা করেন জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শাহান।

 

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো