চুয়াডাঙ্গা শুক্রবার , ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার ফুরশেদপুরে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধ’র আত্মহত্যা

হিজলগাড়ী প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার ফুরশেদপুর গ্রামে গলায় ফাঁস লাগিয়ে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধ আত্নহত্যা করেছে। মৃত্যুর আগে নিজ হাতে লিখে গেছেন তার মৃত্যের জন্য কেউ দায়ি নহে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না দতন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত ছফর আলী বিশ্বাসের ছেলে ইছাহাক আলী ওরফে মঙ্গল (৬৫) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজ ঘরে গলাই ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। মেয়ে মরিয়ম ঘরের মধ্যে ঢুকে দেখেন গলায়ছ ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে তার বাবা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আছর বাদ ময়না তদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন। এদিকে মৃত্যুর আগে মঙ্গল নিজ হাতে লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেহ দায়ি নহে।
আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো