চুয়াডাঙ্গায় বাইতুল মামুর জামে মসজিদের ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন।
স্টাফরিপোর্টার :চুয়াডাঙ্গা সরকারী ছাগল ফার্মপাড়া সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় মসজিদ প্রাঙ্গনে সাবেক সভাপতি খাইরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিক সভায় সর্বসম্মতি ক্রমে ওই কমিটির নাম প্রস্তাব ও নুতুন কমিটি পূর্ণর গঠন করা হয়।
২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি ইঞ্জিনিয়র আলী হাসান জোয়ার্দ্দার গগন,সহ-সভাপতি খাইরুল বাশার,আসাদুল ইসলাম,খালিদ হাসান জোয়ার্দ্দার রিপন,সাধারণ সম্পাদক সাবেক ব্যাংকার বীরমুক্তিযোদ্ধা আবেছদ্দীন,সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,সুমন আলী ফেল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক আসমত আলী,কোষাধ্যক্ষ আবুল কাশেম,ধর্মীয় সম্পাদক মাও.আবুল কালাম আজাদ। এছাড়া নির্বাহী মুকুল হোসেন,জাহিদ হাসান,মিনারুল ইসলাম,আলীহিম,শিপন আলী,সাংবাদিক ইসলাম রকিব,আব্দুস ছাত্তার,খোকন আলী,ফকির চাঁদ,মাও.জুনাইদ ও ইবাদত হোসেনকে নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন: