চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় মতিয়ার রহমান (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান একই উপজেলার বালিয়াকান্দি ক্যানালপাড়ার আব্দুল বারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে দশমাইল হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে রাস্তা পার হচ্ছিলো মতিয়ার। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের দিকে যাওয়া একটি দ্রতগামীর পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মতিয়ার।

চুয়াডাঙ্গা সদর থানাধীন সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) ইকবাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহেতর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপটি পলাতক রয়েছে।

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো