মশা নিধন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে
চুয়াডাঙ্গা ইনফো ডট কমঃ চুয়াডাঙ্গায় প্রত্যেকটি পুলিশ ইউনিটে একযোগে পরিস্কার-পরিছন্নতা অভিযানের মধ্যে দিয়ে মশা নিধন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার সময় পুলিশ সুপারের নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুরুতেই পুলিশ সুপারের কার্যালয়, বাসভবন ও চুয়াডাঙ্গা থানা কম্পাউন্ড এলাকা পরিস্কার পরিছন্নতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবীশ) সাজিদ হোসেন সহ জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।পুলিশ সুপার জানান, বাংলাদেশে ১২৩ প্রজাতির মশা রয়েছে। বর্তমানে সারাদেশে প্রায় ১৪ প্রজাতির মশা পাওয়া যায়। মশা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে মশার প্রজাতি ও আচরণভেদে নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাদা হতে হবে। মশাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে প্রয়োজন সমন্বিত ব্যবস্থাপনার। তিনি আরও জানান, এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। সপ্তাহে অন্তত এক দিন বাড়ি এবং বাড়ির চারদিক দেখতে হবে। কোথাও কোনো পাত্রে পানি জমে আছে কি না, যদি থাকে, তাহলে তা ফেলে দিতে হবে বা পরিষ্কার করতে হবে। যদি পাত্রটি এমন হয় যে পানি ফেলে দেওয়া যাচ্ছে না, তাহলে সেখানে বিøচিং পাউডার বা লবণ দিতে হবে। বাড়ির পাশে কোনো নির্মাণাধীন ভবন থাকলে, সেটির মালিককে সামাজিকভাবে চাপ প্রয়োগ করতে হবে যেন বাড়িতে মশা জন্মানোর স্থান তৈরি না করেন।পরিশেষে চুয়াডাঙ্গাসহ সারাদেশবাসিকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে নিজ উদ্যোগে আবাসিক এলাকাসমূহ পরিস্কার পরিছন্নতার আহব্বান জানান পুলিশ সুপার